বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

নিহত ফিলিস্তিনির সংখ্যা ২০ হাজার ছাড়ালো

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনাবাহিনীর হামলায় মোট ২০ হাজার ২৫৮ জন ফিলিস্তিনি শহীদ হয়েছে। সেই সঙ্গে আহত ফিলিস্তিনিদের সংখ্যা ৫৩ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে গাজ্জায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় ২০১ জন ফিলিস্তিনি শহীদ ও ৩৬৮ জন আহত হয়েছে।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর হামাসের পক্ষ থেকে ইসরাইলের ভিতরে ঢুকে হামলা চালানো হয়। এতে দেশটির সেনা সদস্যসহ মোট ১ হাজার ২০০ মানুষ নিহত হয়।

সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img