শনিবার, জুলাই ২৭, ২০২৪

তিউনিশিয়া উপকূলে নৌকা ডুবে ২০ অভিবাসীর মৃত্যু

সমুদ্রপথে ইউরোপে পৌঁছানোর প্রচেষ্টাকালে ভূমধ্যসাগরে নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ২০ আফ্রিকান অভিবাসীর মৃত্যু হয়েছে।

এছাড়া, বেঁচে যাওয়া পাঁচজনকে উদ্ধার করা হয়েছে এবং আরও অন্তত ২০ জন নিখোঁজ রয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) এ খবর জানিয়েছে তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মাদ বিন জেকরি জানান, দেশটির উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা এবং স্থানীয় জেলেরা মধ্যাঞ্চলীয় শহর সাফাক্সের উপকূলের কাছে লাশগুলোর সন্ধান পান।

বেঁচে যাওয়া ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে বিন জেকরি জানান, মানবপাচারকারীদের ওই নৌকাটি প্রায় ৪০-৫০ যাত্রী নিয়ে ইতালির দিকে যাচ্ছিল। নিখোঁজদের উদ্ধারে অনুসন্ধান চালাচ্ছে তিউনিসিয়ার নৌবাহিনী।

সূত্র: ইউএনবি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img