ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক বাহিনী আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা বলেছেন, আমরা এ পর্যন্ত গাজ্জায় অনুপ্রবেশকারী ৩৩৫টি ইসরাইলি সামরিক যান ধ্বংস করেছি। আমাদের যোদ্ধারা ইসরাইলকে মারাত্মকভাবে হতাশ করেছে। এখনও তারা যার যার অবস্থানে থেকে লড়াই করে যাচ্ছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাতে প্রকাশিত এক অডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
আবু উবায়দা বলেন, গাজ্জায় ইসরাইলিরা দ্রুততম সময়ের মধ্যে বিজয় অর্জনের যে পরিকল্পনা করেছিল তা নস্যাৎ করে দেওয়া হয়েছে।
আবু উবায়দা আরও বলেন, ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় হতাহত ইসরাইলি সেনাদের সংখ্যা গোপন করছে তেল আবিব।
তিনি বলেন, এখনও ইহুদিবাদী সেনাদের প্রাণহানি সেভাবে শুরুই হয়নি। আগ্রাসন অব্যাহত রাখলে ইসরাইলি সেনারা বেশুমার মারা পড়বে। ইসরাইলিরা তাদের সেনাদের লাশ সব সময় তুলে নেওয়ারও সুযোগ পায় না এবং যেসব ক্ষেত্রে লাশ নিতে পারে না সেসব ক্ষেত্রে বিমান থেকে বোমাবর্ষণ করে ওইসব সেনার লাশ কিংবা ক্ষতিগ্রস্ত সামরিক যান ধ্বংস করে ফেলে।
তিনি আরও বলেন, আমরা প্রথম দিন থেকেই বলে আসছি, কম্পমান যে ইসরাইলি নেতৃত্ব আমাদের জনগণের বিরুদ্ধে গণহত্যা চালানোর সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের নিজেদের সেনাদেরকেও এই গণহত্যার কেন্দ্রবিন্দুতে পাঠিয়ে দিয়েছে। এ পর্যন্ত যুদ্ধে আমাদের পর্যবেক্ষণ হচ্ছে, যেসব সেনাকে ইহুদিবাদী শত্রুরা ফ্রন্টে পাঠিয়েছে তারা আসলে যুদ্ধের জন্য প্রস্তুত নয় এবং এ যুদ্ধের পরিণতিও তাদের জানা নেই।
আবু উবায়দা বলেন, ইসরাইল যুদ্ধ দীর্ঘায়িত করার যে কথা বলছে সেটি গণহত্যা, বর্বরতা, সম্মিলিত শাস্তি ও জাতিগত শুদ্ধি অভিযান ছাড়া আর কিছু নয় যা যুদ্ধের কোনো টেকসই সামরিক উদ্দেশ্য হতে পারে না। তবে আমরা আল্লাহর ইচ্ছায় যতদিন প্রয়োজন আগ্রাসী বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো।
সূত্র: পার্সটুডে