মঙ্গলবার, জুন ২৪, ২০২৫

একটা সময় বিশ্ব আমাদের সরকারকে স্বীকৃতি দেবে : মাওলানা মুত্তাকী

spot_imgspot_img

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকী বলেছেন, একটা সময় বিশ্ব একটি সিদ্ধান্তে উপনীত হবে ও ইসলামী ইমারত আফগানিস্তানকে স্বীকৃতি দেবে।

বুধবার (২৩ নভেম্বর) আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাতের পুলিশ কর্মকর্তাদের স্নাতক সনদ প্রদানের অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মাওলানা মুত্তাকী বলেন, সরকারের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর যৌথ প্রচেষ্টা ও জনগণের সহযোগিতায় হেরাতে নিরাপত্তা ব্যবস্থা স্থিতিশীল হয়েছে।

আফগান নিরাপত্তাবাহিনীর ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, পেশাদার নয় এমন লোকেরা কিভাবে একটি সুন্দর ব্যবস্থানা তৈরি করেছে, তা দেখে বিশ্ববাসী অবাক হয়েছে।

মাওলানা মুত্তাকী আরো বলেন, আফগানিস্তানের ভবিষ্যৎ সম্ভাবনাময়। ৪৪ বছর পর এখানে জনগণের সমর্থনে তাদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ একটি স্বাধীন সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে।

সূত্র : বাখতার নিউজ এজেন্সি

সর্বশেষ

spot_img
spot_img
spot_img