বৃহস্পতিবার | ১৭ জুলাই | ২০২৫

আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপিকে গো ব্যাক পাকিস্তান করে দিবে : হানিফ

spot_imgspot_img

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, রাজনীতি ছাড়ার মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে গেছে বিএনপির এক নেতা। সেখান থেকে সে ঘোষণা দিয়েছে টেকব্যাক বাংলাদেশ। দেশের রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আর কোনও দিন আসতে পারবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নেমেছে, তাদের গো ব্যাক পাকিস্তান করে দিবে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) যশোর জেলা আওয়ামী লীগের জনসভায় তিনি এসব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, স্বপ্নের পদ্মা সেতুসহ বিভিন্ন ধরনের উন্নয়নের অগ্রযাত্রা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। এই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে, হুঙ্কার দিচ্ছে। ১০ ডিসেম্বরের পর এতিমের টাকা মেরে খাওয়া খালেদা জিয়ার কথায় নাকি দেশ চলবে! এর বিরুদ্ধে আওয়ামী লীগ যখন মাঠে নেমেছে, তখন তারা ব্যাকফুটে চলে গেছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img