ক্ষমতাসীন তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকারের সঙ্গে আগামী সপ্তাহে আলোচনা শুরু করবে আমেরিকা। কাতারের রাজধানী দোহায় এই আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আলোচনায় মার্কিন জাতীয় স্বার্থ অগ্রাধিকার পাবে। দোহায় দু’পক্ষ মানবিক সহায়তা, আফগানিস্তানের অর্থনীতি এবং দেশটিতে আটকে পড়া মার্কিন নাগরিকদের নিরাপদ প্রস্থানের বিষয় নিয়ে আলোচনা হবে। এছাড়া যে সমস্ত আফগান নাগরিক মার্কিন দূতাবাসে বা বিভিন্ন মার্কিন প্রতিষ্ঠান কাজ করতেন তাদেরকেও আফগানিস্তান থেকে সরিয়ে আনার বিষয়টি আলোচনায় স্থান পাবে।