যারা বাংলাদেশে পাকিস্তানের পতাকা ওড়ায়, তাদের জন্ম পরিচয় জানা দরকার বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
বুধবার (২৪ নভেম্বর) রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে ‘বঙ্গবন্ধু’স জার্নি টুওয়ার্ডস হাঙ্গার অ্যান্ড প্রোভার্টি ফ্রি প্ল্যানড ইকোনমি’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
বিষয়টি বেদনাদায়ক উল্লেখ করে ড. শামসুল আলম বলেন, বাংলাদেশের নাগরিক হয়ে পাকিস্তানের পতাকা ওড়ানোয় এরা কী সংকেত দিচ্ছে, এটা দেখার দরকার। স্বাধীনতার ৫০ বছর পর এটা হওয়ার কথা নয়। ওদের বাবা-মা হয়তো অন্য মতবাদের হতে পারে, তারপরও তরুণ প্রজন্মের এটা করার কথা নয়।