মঙ্গলবার, জুন ১৭, ২০২৫

নারায়ণগঞ্জ আদালতে নেওয়া হয়েছে মাওলানা মামুনুল হককে

spot_imgspot_img

দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার দায়ের করা কথিত ‘ধর্ষণ’ মামলায় সাক্ষ্য দিতে হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হককে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়েছে।

বুধবার (২৪ নভেম্বর) বেলা ১২টার দিকে তাকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ট্রাইব্যুনালে তোলা হবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী রকিবুদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আইনজীবী রকিবুল জানান, বুধবার (২৪ নভেম্বর) বেলা ১২টায় মাওলানা মামুনুল হককে আদালতে তোলার পর দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা ‘ধর্ষণ’ মামলায় সাক্ষ্য দেবেন। মাওলানা মামুনুল হককে আদালতে আনার কিছুক্ষণ পর ঝর্ণাও আদালত চত্বরে উপস্থিত হন। আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে একই দিন সকাল ৯টার দিকে কাশিমপুর কারাগার থেকে কঠোর নিরাপত্তায় তাকে আদালতে আনা হয়।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img