শনিবার, অক্টোবর ১২, ২০২৪

‘ড্রোন দিয়ে আফগান সরকারি বাহিনীর উপর বোমা ফেলছে তালেবান’

সাম্প্রতিক কয়েকটি হামলার ঘটনায় তালেবান ছোট ছোট ড্রোন ব্যবহার করে আফগান সরকারি বাহিনীর উপর বোমা বর্ষণ করেছে বলে
মার্কিন মদদপুষ্ট আফগানিস্তান সরকারের গোয়েন্দা বিভাগের প্রধান দাবি করেছেন। এর মধ্য দিয়ে অপ্রতিরোধ্য তালেবান যুদ্ধ কৌশলের আরেকটি চিত্র সামনে এলো।

সোমবার (২৩ নভেম্বর) মার্কিন মদদপুষ্ট আফগান সরকারের ন্যাশনাল ডাইরেক্টরেট অব সিকিউরিটি (এনডিএস)’র প্রধান আহমদ জিয়া শিরাজ বলেন, তালেবানরা ভারি ড্রোন ব্যবহার করছে এবং সেগুলো বিস্ফোরকে ভর্তি করে রণক্ষেত্রে পাঠানো হচ্ছে।

পার্লামেন্টে বক্তব্যকালে সিরাজ বলেন, তারা যেসব ড্রোন ব্যবহার করে সেগুলো বাজারে বিক্রি হয়। এগুলো মূলত ক্যামেরা ড্রোন।

এনডিএস এসব জনপ্রিয় ড্রোন আমদানি নিষিদ্ধ করতে পার্লামেন্টকে পরামর্শ দেন।

অক্টোবরের শেষ দিকে কন্দুজ গভর্ননের বাসভবনে বোমা বর্ষণের জন্য তালেবানরা ড্রোন ব্যবহার করে বলে জানা যায়। শিরাজ অবশ্য এই ঘটনা নিশ্চিত করেননি। তবে তিনি বলেন, তালেবানরা কন্দুজ ও পাকতিয়ায় ড্রোন ব্যবহার করেছে।

সূত্র: এএফপি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img