এবার দখলদার ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বাহরাইন সফরের আমন্ত্রণ জানিয়েছেন সেদেশের যুবরাজ সালমান বিন হামাদ বিন ঈসা আলে খালিফা। ইসরাইলের হিব্রু ভাষার সংবাদ মাধ্যম ‘ওয়ালা নিউজ’ এ খবর দিয়েছে।
নেতানিয়াহুর সৌদি আরব সফরের খবরের পরপরই বাহরাইনের পক্ষ থেকে আমন্ত্রণের এ খবর প্রকাশিত হলো।
বাহরাইনের যুবরাজ সালমান দখলদার ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোন করে সেদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। রাজার পক্ষ থেকে যুবরাজ ফোন করে এই আমন্ত্রণের কথা জানিয়েছেন। তাদের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের নানা ক্ষেত্র নিয়েও কথা হয়েছে।
ইসরাইলি সূত্রগুলো বলছে, আগামী ৪ ডিসেম্বর ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাযি বাহরাইন সফর করবে বলে কথা রয়েছে। কিন্তু নেতানিয়াহু এর আগেই বাহরাইন সফর করতে চান। তিনি বাহরাইন সফরকারী প্রথম কোনো শীর্ষস্থানীয় নেতা হিসেবে নাম লেখাতে চান।
এর আগে গত ১৮ নভেম্বর বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল লতিফ আযযিয়ানি একটি প্রতিনিধিদল নিয়ে প্রথম বারের মতো দখলদার ইসরাইল সফর করেন।