বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

ময়লা পানি পান করছেন গাজ্জার বাসিন্দারা

জ্বালানির অভাবে পাম্প ও পানি বিশুদ্ধকরণ ব্যবস্থা বন্ধ থাকায় বাধ্য হয়ে ময়লা পানি পান করছেন গাজ্জার বাসিন্দারা।

গত ৭ অক্টোবর শুরু হওয়া হামাস-ইসরাইল যুদ্ধের গাজ্জায় সর্বাত্মক অবরোধ আরোপ করে ইহুদিবাদী ইসরাইলী সরকার। এই অবরোধের মাধ্যমে সেখানে জ্বালানি, পানি ও খাদ্য সরবরাহ বন্ধ করে দেয় তারা।

যদিও এক সপ্তাহ আগে গাজ্জার দক্ষিণাঞ্চলের একটি জায়গায় পানি সরবরাহ চালু করে ইসরাইল। কিন্তু যে পরিমাণ পানি এখন সেখানে যাচ্ছে সেগুলো অবরুদ্ধ এ উপত্যকার মানুষের জন্য খুবই অপ্রতুল।

গাজ্জার বাসিন্দাদের বিশুদ্ধ পানির চাহিদা মেটানো হয় মূলত স্থানীয়ভাবে। কিন্তু জ্বালানি না থাকায় এখন পানির পাম্পগুলো বন্ধ আছে। এছাড়া যেসব যন্ত্র ব্যবহার করে পানি বিশুদ্ধকরণ করা হয় সেগুলোও বেকার পড়ে আছে।

এমন অবস্থায় বাধ্য হয়ে সাধারণ মানুষকে ময়লা ও লবণযুক্ত পানি পান করতে হচ্ছে। ময়লা পানি পান করায় এখন সেখানকার মানুষের বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত এবং পানির অভাবে পানিশূন্য হয়ে অনেক মানুষ মারা যেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: সিএনএন

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img