আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনি শিশুদের মূল্যহীন ভাবছে বলে মন্তব্য করেছেন কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আলে ছানী। তিনি বলেন, ‘আমরা দ্বিমুখী নীতি কিংবা ফিলিস্তিনি শিশুদের জীবনকে মূল্যহীন করার নীতিকে মেনে নিতে পারি না। মনে হচ্ছে, তাদের কোনো চেহারা নেই, নাম নেই।’
মঙ্গলবার (২৪ অক্টোবর) সুরা কাউন্সিলে তিনি এসব কথা বলেন। সেখানে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে উদ্দেশ্য করে হুঁশিয়ারির সুরে তিনি বলেন, ‘আমরা বলে আসছি অনেক হয়েছে।’
ইসরাইলের প্রতি পশ্চিমাদের সমর্থনের সমালোচনা করে তিনি বলেছেন, ‘ইসরাইলকে (ফিলিস্তিনিদের) হত্যা করার শর্তহীন সবুজ সংকেত দেওয়া অগ্রহণযোগ্য। (ইসরাইলের) অব্যাহত দখলদারিত্ব, অবৈধ বসতির বিষয়টি উপক্ষা করাও গ্রহণযোগ্য নয়।‘