হামাস যদি তার হাতে থাকা জিম্মিদের মুক্তি দেয়, তহলেই কেবল ফিলিস্তিনের গাজ্জা উপত্যকায় যুদ্ধবিরতির হতে পারে বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।
সোমবার (২৩ অক্টোবর) হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন তিনি।
ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাইডেন বলেন, প্রথমে (হামাসকে) সব জিম্মিদের মুক্তি দিতে হবে, তারপর যুদ্ধবিরতি নিয়ে আলোচনার প্রসঙ্গ উঠতে পারে। তবে এ প্রসঙ্গে আর বিস্তারিত কিছু বলেননি মার্কিন প্রেসিডেন্ট।
গত ৭ অক্টোবর দখলদার ইসরাইলের উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্তে আক্রমণ চলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বুলডোজার দিয়ে সীমান্ত বেড়া ভেঙে ইসরাইল ভূখণ্ডে ঢুকে পড়ে শত শত সশস্ত্র হামাস যোদ্ধা। তারপর পাল্টা হামলা চালায় ইহুদিবাদী ইসরাইল।
সূত্র : এএফপি