আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেছেন, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ যেকোনো সময় আঘাত হানতে পারে উপকূলে। এ জন্য সব ধরনের প্রস্তুতির পাশাপাশি আমাদের আল্লাহমুখী হতে হবে। অতীতের সব গোনাহ ও ভুলের জন্য আল্লাহতায়ালার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। বেশি বেশি তওবা-ইস্তিগফার, নফল নামাজ ও সেজদায় পড়ে ক্রন্দন করে ক্ষমা প্রার্থনা, নফল রোজা, সূরা ফাতেহা পাঠ, দরূদ শরিফ পাঠ, কোরআনে কারিম তেলাওয়াত, দোয়ায়ে ইউনূছ প্রভৃতি পাঠ করতে হবে।
আজ সোমবার (২৪ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এই আহ্বান করেন।
তিনি বলেন, , ঝড়-তুফানের মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচলিত হয়ে পড়তেন। আল্লাহতায়ালার শাস্তির ভয় করতেন। বেশি বেশি তওবা-ইস্তেগফার করতেন এবং সাহাবায়ে কেরামকে তা করার নির্দেশ দিতেন। ঝড়-তুফান শুরু হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে চলে যেতেন। নফল নামাজে দাঁড়িয়ে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতেন।
তিনি পাড়ায় পড়ায় মাদরাসা এবং মসজিদে তালিবুল ইলম ও মুসল্লীদের বিশেষভাবে দু’আ আমল করার জন্য অনুরোধ জানান। এছাড়া মহিলাদেরকে নিজ বাসস্থানে দু’আ ও ইস্তিগফারের আমলগুলোর প্রতি যত্মবান হতে বিনিত আহবান করেন।