জাতিসংঘের ৭৯ তম সাধারণ অধিবেশনে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের প্রতিনিধিকে অংশ নিতে দেওয়া হয়নি। যার নিন্দা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। জাতিসংঘের এমন সিদ্ধান্ত আফগান জনগণের প্রতি ‘অবিচার’ বলে উল্লেখ করা হয়েছে।
একই সঙ্গে জাতিসংঘে আফগান প্রতিনিধির স্থানটি তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকারের কাছে হস্তান্তরের প্রয়োজনীয়তাও তুলে ধরেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মুখপাত্র হাফিজ জিয়া আহমেদ তাকাল বলেন, জাতিসংঘে আফগানিস্তানের যে পদটি রয়েছে তা আফগান প্রতিনিধিদের বুঝিয়ে দেওয়া হয়নি। আফগান জনগণের বিরুদ্ধে একটি অবিচার ও তাদের অধিকারের লঙ্ঘন। এই পদটি যদি সত্যিকারের আফগান প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়, তাহলে তারা দায়িত্বপূর্ণভাবে কাজ করতে পারে ও আফগান জনগণের অধিকার রক্ষা করতে সক্ষম হবে।”
সূত্র: তোলো নিউজ