মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪

ইসরাইলকে নিরাপত্তা দিতে মধ্যপ্রাচ্যে আরো সৈন্য পাঠাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র

লেবাননের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও লেবাননের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহর ঘাটি লক্ষ্য করে নাটকীয়ভাবে বিমান হামলা বৃদ্ধি করেছে দখলদার ইসরাইলের বিমান বাহিনী। এসব বিমান হামলার প্রতিবাদ করেছে লেবানন। জানিয়েছে কঠোর প্রতিশোধ নেওয়া হবে। ফলে মধ্যপ্রাচ্য জুড়ে ইসরাইলকে নিরাপত্তা দিতে আরো সৈন্য পাঠাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।

পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট্রিক রাইডার এ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঠিক কত সংখ্যক সৈন্য সেখানে পাঠানো হবে এ বিষয়টি নিশ্চিত করেননি তিনি।

সাংবাদিকদের প্যাট্রিক বলেন, “মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার আলোকে অতিরিক্ত ‘ছোট সংখ্যক’ মার্কিন সৈন্য পাঠাচ্ছি আমরা। এটি অত্র অঞ্চলে থাকা মার্কিন সৈন্যদের সংখ্যা আরও বৃদ্ধি করবে।”

উল্লেখ্য, বর্তমানে মধ্যপ্রাচ্য জুড়ে প্রায় ৪০ হাজার মার্কিন সৈন্যের উপস্থিতি রয়েছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img