শনিবার, অক্টোবর ৫, ২০২৪

ভারতের মেঘালয়ে সাবেক ছাত্রলীগ নেতা পান্নার মৃত্যু

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না পালিয়ে ভারতে প্রবেশের পর মেঘালয়ে মারা গেছেন।

শুক্রবার (২৩ আগস্ট) মধ্যরাতে মেঘালয়ের শিলং পাহাড়ে ওঠার সময় তার মৃত্যু হয় বলে বলে তথ্য পাওয়া গেছে।

পান্নার ঠিক কি কারণে মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। পান্নার ঘনিষ্ট একটি সূত্র জানিয়েছে, আওয়ামী লীগ সরকার পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে বেশ কিছুদিন আত্মগোপনে থেকে ভারতে পালাতে চেয়েছিলেন ইসহাক আলী খান পান্না। সীমান্ত পার হয়ে শুক্রবার রাত ১২টায় মেঘালয়ের রাজধানী শিলং-এর একটি পাহাড়ে ওঠেন তিনি। পাহাড় পার হয়ে ওপারে যাওয়ার চেষ্টার সময়ই হৃদরোগে আক্রান্ত হন। এতেই তার মৃত্যু হয়।

একটি সূত্র জানিয়েছে, সীমান্তের ভারত প্রান্তের একটি থানায় তার মরদেহ রয়েছে। ১৯৯৪ সালের সম্মেলনে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন পান্না।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img