বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

রাজশাহী মেডিক্যালে করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় মারা গেছেন সাত জন। আর বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।

শনিবার (২৪ জুলাই) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (২৩ জুলাই) সকাল ৮টা থেকে শনিবার (২৪ জুলাই) সকাল ৮টার মধ্যে বিভিন্ন সময়ে হাসপাতালের করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মৃত ১১ জনের মধ্যে রাজশাহীর ছয়, নাটোরের এক, নওগাঁর এক, পাবনার দুই ও কুষ্টিয়ার এক জন রয়েছেন। তাদের মধ্যে ছয় জন পুরুষ ও পাঁচ জন নারী।

তিনি জানান, মৃতদের মধ্যে ছয় জনের বয়স ৬১ বছরের ওপরে। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চার জন এবং ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে এক জন। এ নিয়ে চলতি মাসে (১ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত) হাসপাতালের করোনা ইউনিটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪২২ জনে।

শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছে ৫৭ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৭ জন। শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটের ৫১৩ শয্যার বিপরীতে ৪১৯ জন ভর্তি আছেন। তাদের মধ্যে আইসিইউতে রয়েছেন ১৯ জন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img