শুক্রবার, জুন ২৮, ২০২৪

হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি হলেও যুদ্ধ অব্যাহত থাকবে : নেতানিয়াহু

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি হলেও গাজায় যুদ্ধ অব্যাহত থাকবে।

তিনি রোববার (২৩ জুন) ইসরাইলের আউটলেন চ্যানেল ১৪-এ দেয়া সাক্ষাতকারে এ কথা বলেন।

সাক্ষাতকারে নেতানিয়াহু ইঙ্গিত দেন যে গাজায় এখনো আটক সব বন্দীকে মুক্তির ব্যবস্থা করা না হলেও কয়েকজনকে ছেড়ে দেয়ার বিনিময়ে তিনি ‘আংশিক’ চুক্তি করতে প্রস্তুত।
তবে তিনি জোর দিয়ে বলেন, গাজায় ইসরাইলের যুদ্ধ শেষ হবে, এমন কোনো শর্তমূলক চুক্তি তিনি মানবেন না।

ওই সাক্ষাতকারে নেতানিয়াহু আরও বলেন, লক্ষ্য হলো অপহৃতদের উদ্ধার করা এবং গাজায় হামাসের শাসন উচ্ছেদ করা।

তিনি বলেন, দক্ষিণ গাজার রাফায় ইসরাইলের ‘তীব্র’ সামরিক অভিযান শেষ হয়ে আসছে। তবে এর মানে এই নয় যে যুদ্ধ শেষ হয়ে আসছে। বরং বলা যায়, রাফায় যুদ্ধের তীব্রতা শেষ হয়ে আসছে।

তিনি আরও বলেন, আমরা একটি বেসামরিক প্রশাসন চালু করব। যদি সম্ভব হয় স্থানীয় ফিলিস্তিনিদের দিয়ে এবং এই অঞ্চলের অন্যান্য দেশের সমর্থনে। তা করা হবে মানবিক সরবরাহ ব্যবস্থাপনা এবং উপত্যকার বেসামরিক বিষয়াদি তদারকি করার জন্য। এরপর আমাদের হবে গাজ্জাকে বেসামরিকীকরণ করা।

সূত্র : আল জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img