ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বর্বর হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে গাজা উপত্যকায়। নির্মম হত্যাযজ্ঞ চালিয়ে শহীদ করেছে কয়েক শতাধীক নিরিহ ফিলিস্তিনিদের। এমতাবস্থায় যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজার সার্বিক পরিস্থিতি ও তা পুনর্গঠন নিয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে আলোচনায় অংশ নিয়েছেন হামাস নেতা ইসমাইল হানিয়েহ।
রবিবার (২৩ মে) দোহায় এ আলোচনা অনুষ্ঠিত হয়েছে বলে এক বিবৃতিতে জানানো হয়।
এ সময় ফিলিস্তিনি নাগরিকদের ওপর দখলদার ইসরাইলের হামলা বন্ধে এবং গাজায় যুদ্ধবিরতি কার্যকরে কাতারের কূটনৈতিক প্রচেষ্টার জন্য আল থানির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইসমাইল হানিয়াহ।
জবাবে ফিলিস্তিনি জনগণ এবং তাদের অধিকারের প্রতি কাতারের সমর্থন পুনর্ব্যক্ত করেন দেশটির আমির।