রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

ইনসাফের অর্ধযুগ পূর্তি ইসলামী সংবাদমাধ্যমগুলোর জন্য মাইলফলক

হাফেজ নেছার আহমাদ আন-নাছিরী | প্রতিষ্ঠাতা পরিচালক: মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা


দেশের ইসলামী ঘরনার জনপ্রিয় প্রথম অনলাইন পত্রিকা ইনসাফ সফলতার সাথে অর্ধযুগ পূর্ণ করে সপ্তমবর্ষ পদার্পণ করেছে। এই শুভক্ষণে ইনসাফ পরিবারকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাই।

ইসলামের পক্ষে সাহসিকতা ও নিরপেক্ষতাকে সঙ্গী করে ৬টি বছর পাড়ি দেওয়া চাট্টিখানি কথা নয়। ইনসাফের এই অর্ধযুগ পূর্তি বাংলাদেশের ইসলামি ঘরানার অনলাইন সংবাদমাধ্যমের ইতিহাসে নিঃসন্দেহে মাইলফলক হয়ে থাকবে।

একটি সমাজকে সার্বজনীনভাবে এগিয়ে নিতে হলে দরকার কার্যকর একটি মিডিয়া। মিডিয়া ভালো-মন্দের দ্বন্দ্ব মীমাংসা করে ব্যক্তি ও সমাজের আসল পরিচয় তুলে ধরতে পারে। সত্য ও ন্যায়ের পথে তরুণদের অগ্রগামী করতে সঠিক মিডিয়ার কোনো বিকল্প নেই। আমরা মিডিয়ার মাধ্যমে সুস্থ-সংস্কৃতি লালন করতে চাই এবং এও আশারাখি, আগামী প্রজন্ম আদর্শবান প্রজন্ম হিসেবে গড়ে উঠবে। আমি মনে করি ইনসাফ এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে।

অর্ধযুগে ইসলাম ও গণমানুষের পক্ষে ইনসাফ যে ঐতিহ্য গড়ে তুলেছে, আগামী দিনগুলোতেও তা অব্যাহত রাখবে বলে আমি আশাবাদী। ইনসাফের সর্বাঙ্গীণ উন্নতি সফলতা কামনা করি!

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img