শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

বাতিলের মোকাবিলায় ইনসাফের অবস্থান সুদৃঢ়

মাওলানা মীর ইদরীস নদভী | সাবেক উপদেষ্টা সম্পাদক : ইনসাফ


ইনসাফ অর্ধযুগ অতিক্রম করেছে আলহামদুলিল্লাহ্‌। এই আনন্দঘন মুহূর্তে ইনসাফ এবং ইনসাফ পরিবারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

দেশের বর্তমান পরিস্থিতিতে ছোট পরিসরে এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন অনলাইনে অনুষ্ঠিত হচ্ছে যা প্রশংসনীয়।

২০১৩ সালের ৫ মে’র চেতনাকে ধারণ করে তার ঠিক এক বছর পর ২০১৪ সালের ৫ মে যাত্রা শুরু করে ইনসাফ। এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে গণমানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে প্রিয় ইনসাফ।

তথাকথিত মূল ধারার গণমাধ্যমের বিপরীতে অবস্থান নিয়ে ইনসাফের পথ চলাটা মোটেও মসৃণ ছিল না। তবে বাতিলের মোকাবিলায় ইনসাফের অবস্থান সুদৃঢ়। মজলুমের হৃদয়ে করেছে আশার সঞ্চার।

ইতিমধ্যে ইনসাফ দেশের মিডিয়া জগতে ব্যাপক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে, যা সুস্পষ্ট।

অগণিত পাঠকের সিক্ত ভালোবাসায় ইনসাফ অতীতের মতো আগামীতেও ইসলাম, দেশ, মাটি ও মানুষের পক্ষে থাকবে এই কামনা করি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img