বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

টাকা নেওয়ার পর টিকা আটকানোর অধিকার সেরামের নেই: পাপন

চুক্তি অনুযায়ী বাংলাদেশকে সময়মতো ভারতের সেরাম ইনস্টিটিউট করোনা ভাইরাসের টিকা সরবরাহ না করায় ক্ষুব্ধ হয়েছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজমুল হাসান পাপন।

তিনি বলেন, টাকা নেওয়ার পর টিকা আটকানোর কোনো অধিকার ভারতের সেরাম ইনস্টিটিউটের নেই।

শনিবার (২৪ এপ্রিল) কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন।

পাপন বলেন, দেড় কোটি ডোজ টিকার জন্য অগ্রিম টাকা দেওয়া হয়েছে। টিকা এসেছে ৭০ লাখ ডোজ। এখনও ৮০ লাখ ডোজ টিকা সেরাম ইনস্টিটিউট দেয়নি। সরকারের উচিত এই টিকার জন্য জোরালোভাবে বলা।

তিনি বলেন, ভারত যে বাংলাদেশের বন্ধু, সেটা এখন বিবেচনা করার সময় এসেছে। মিষ্টি কথায় সব চলবে না।

তিনি আরও বলেন, আমরা সেরাম ইনস্টিটিউটকে টিকা পেতে অগ্রিম টাকা দিয়েছি। আর কোনো দেশ অগ্রিম টাকা দেয়নি, এমনকি ভারতও দেয়নি। সুতরাং আমাদেরকে টিকা দিতেই হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img