বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪

স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিল ব্রাহ্মণবাড়িয়ার মুক্তিযোদ্ধারা

ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম এর কটাক্ষপূর্ণ বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা।

এসময় তারা আওয়ামী লীগের এ নেতাকে গ্রেফতারের দাবি জানান। অন্যথায় সরকারিভাবে অনুষ্ঠিতব্য জেলা প্রশাসনের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান তাঁরা বর্জন করবেন বলে ঘোষণা দেন।

বুধবার (২৪ মার্চ) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মুক্তিযোদ্ধারা বলেন, সৈয়দ নজরুল ইসলাম মুক্তিযুদ্ধের সময়ে শিশু ছিলেন। তিনি এখন মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখালেখি করছেন। বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার ও বীর মুক্তিযোদ্ধা আবু হোরায়রাহকে নিয়ে কটাক্ষপূর্ণ ও মানহানিকর বক্তব্য অপরাধ করেছেন। ২৬ মার্চের মধ্যে তাকে গ্রেফতার না করা হলে স্বাধীনতা দিবসে জেলা প্রশাসনের অনুষ্ঠানে যাবেন না মুক্তিযোদ্ধারা।

বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকির সভাপতিত্বে ও আবু হোরায়রাহ’র সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img