সৌদি আরবের দীর্ঘ সময়ের সাবেক তেল বিষয়ক মন্ত্রী আহমদ জাকি ইয়েমেনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
জাকি ইয়েমেনি ১৯৭৩ সালে আরব ও ইহদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের যুদ্ধের পর তেল নিষেধাজ্ঞায় জারিতে প্রধান ভূমিকা পালন করেন।
১৯৬২ সালে ইয়েমেনি প্রথম বারের মতো তেল বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পান। আরব রাষ্ট্রের স্বার্থ রক্ষা করে উপযুক্ত পরিমাণ তেল উত্পাদন ও বিশ্ববাজারে আলোচনার মাধ্যমে দরদাম নির্ধারণে প্রভাবশালী ব্যক্তি হিসবে পরিচিত ছিলেন তিনি।
সৌদির তেল শিল্পকে জাতীয়করণ করে ১৯৮০ সালে তা রাষ্ট্রীয়াত্ত প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন আহমদ জাকি।
তেল রপ্তানিকারক প্রতিষ্ঠান অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিস (ওপিইসি) উন্নয়নে অগ্রণি ভূমিকা পালন করেন তিনি।