বৈঠকে বসতে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ও ইরানের প্রেসিডেন্ট ইবরাহীম রাইসি।
বুধবার (২৪ জানুয়ারি) আঙ্কারায় বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বৈঠকে যোগ দিতে ইরানের প্রেসিডেন্ট ইতিমধ্যে আঙ্কারায় গিয়ে পৌঁছেছেন। প্রেসিডেন্ট কার্যালয়ে তাকে বরণ করে নেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।
ব্যক্তিগত বৈঠকের পাশাপাশি আঙ্কারা-তেহরানের উচ্চ পর্যায়ের সহযোগিতা পরিষদের বৈঠকও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যে বৈঠকে পারস্পরিক সহযোগিতা স্বরূপ বিভিন্ন চুক্তি সাক্ষর করবেন পরিষদে থাকা দু’দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিগণ।
সূত্র: আনাদোলু