গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ১৯৭৫ সালের ঘটনার সঙ্গে ভারতীয় গোয়েন্দা বাহিনীর যোগসূত্র আছে।
রোববার (২৪ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত অনুষ্ঠানে ডা. জাফরুল্লাহ এ অভিযোগ করেন।
তিনি বলেন, ‘১৯৭৫ সালের ঘটনার সঙ্গে ভারতীয় গোয়েন্দা বাহিনীর যোগসূত্র আছে।’ বঙ্গবন্ধু ভারতীয় গোয়েন্দা বাহিনীর কথা সবসময় শুনতেন না বলেই সমস্যা দেখা দিয়েছিল।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, এখন প্রধানমন্ত্রীকেও অন্তরীণ করে রেখেছে ভারতীয় গোয়েন্দা বাহিনী।
বেসরকারিভাবে টিকা আমদানি হলে সরকারি টিকা চুরি হবে উল্লেখ করে তিনি আরও বলেন, বেসরকারিভাবে টিকা আমদানির সিদ্ধান্ত নিয়ে সরকার ভুল করছে।
ডা. জাফরুল্লাহ আরও বলেন, টিকা আমদানির জন্য বিনা টেন্ডারে এক হাজার ২০০ কোটি টাকা ছাড় করা হয়েছে। এটা ঠিক হয়নি। মাত্র ২ কোটি টাকার জন্য বেগম জিয়া সাজা খাটছেন, এক হাজার ২০০ কোটির হিসাবও তো একসময় সামনে আসবে।