দখলদার ইসরাইলের দুই টন ওজনের দু’টি অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্র দিয়ে পাঁচটি ইসরাইলি ট্যাঙ্ক ধ্বংস করেছে ফিলিস্তিনের হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল কাস্সাম ব্রিগেড।
আজ (শনিবার) এক বিবৃতিতে তারা বলেছে, সম্প্রতি ইসরাইলি বাহিনী গাজার আবাসিক ভবন লক্ষ্য করে যেসব ক্ষেপণাস্ত্র ছুড়েছে তার মধ্যে দু’টি ক্ষেপণাস্ত্র কাজ করেনি অর্থাৎ বিস্ফোরিত হয়নি। প্রতিরোধ সংগ্রামীরা ঐ দুই ক্ষেপণাস্ত্র ইসরাইলি ট্যাঙ্ক ও গাড়ি বহরের চলার পথে রেখে দেয় এবং ট্যাঙ্ক বহর ঐ দুই ক্ষেপণাস্ত্রের কাছে পৌঁছার সঙ্গে সঙ্গে সেগুলোতে বিস্ফোরণ ঘটানো হয়। ‘জাবালিয়া আল বালাদ’ এলাকায় এই ঘটনা ঘটেছে।
আল-কাস্সাম ব্রিগেড এক বিবৃতিতে আরও বলেছে, ইসরাইলের পাঁচটি ট্যাঙ্ক ধ্বংস হওয়া ছাড়াও এসব ট্যাঙ্কের সব আরোহী সেনা হতাহত হয়েছে।
এদিকে, হামাসের ইজ্জাদ্দিন আল-কাস্সাম ব্রিগেড আজ (শনিবার) জানিয়েছে, গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের আল-কাসাসিব এলাকায় এক ফিলিস্তিনি সংগ্রামী ইসরাইলি সেনাদের সামনে গিয়ে সরাসরি গুলি চালিয়ে চার দখলদার সেনাকে হত্যা করেছে।
এছাড়া, গাজার মধ্যাঞ্চলের ‘হুজ্র আদ্দিক’ এলাকায় একটি টানেলের প্রবেশপথে বিস্ফোরণ ঘটিয়ে বহু ইসরাইলি সেনাকে হত্যা করা হয়েছে। দখলদার সেনারা যখন টানেলে প্রবেশ করছিল তখনি সেখানে বিস্ফোরণ ঘটানো হয়। টানেলে বিস্ফোরণের শিকার ইসরাইলি সেনাদের বাঁচাতে আরও কিছু দখলদার সেনা সেখানে হাজির হয়। এ সময় তাদের লক্ষ্য করে রকেট নিক্ষেপ করা হয়। এতে সেখানে বহু ইসরাইলি সেনা হতাহত হয়েছে।
পার্সটুডে