বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪

কোন কারণে বর্তমান সরকার যদি ব্যর্থ হয় দেশের উপর কালো আধার নেমে আসবে : ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন বলেছেন, নির্বাচনের রেলগাড়ি যাত্রা শুরু করেছে, গন্তব্যে পৌঁছাতে বেশি দেরি লাগবে না। মনে রাখবেন আল্লাহ না করুক এ সরকার যদি কোনো কারণে ব্যর্থ হয় তাহলে দেশের উপর কালো আঁধার নেমে আসবে।

শুক্রবার (২২নভেম্বর) উপমহাদেশের অন্যতম প্রাচীন ইসলামী বিদ্যাপীঠ আল–জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই দেশ যিনি চালান বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা তিনিও হাটহাজারীর মানুষ। আপনাদের দাবি–দাওয়া পূরণ হতে বেশি সময় লাগবে না।

ধর্ম উপদেষ্টা বলেন, আপনারা আমাকে পরামর্শ দিবেন, আপনাদের পরামর্শ আমার কাজে লাগবে। আপনাদের দোয়া চাই যাতে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি। আমি আপনাদের সন্তান, সবসময় পাশে আছি এবং থাকবো, ইনশাআল্লাহ।

হাটহাজারী মাদরাসার মুহতামিম মুফতী খলিল আহমদ কাসেমী আল কুরাইশীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে আরও বক্তব্য রাখেন, হেফাজত ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, মাওলানা শেখ আহমদ, মুফতী আহমাদুল্লাহ, মাওলানা নূরুল ইসলাম ওলিপুরী, মাওলানা আবু তাহের নদভী, মুফতী জসিমউদ্দীন, মাওলানা সালাহ উদ্দীন নানুপুরী, মাওলানা হাবীবুর রহমান কাসেমী, মাওলানা লোকমান হাকিম, মাওলানা ওসমান ফয়জী, মাওলানা আজিজুল হক আল মাদানী, মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা সা’দাত হোসাইন, মাওলানা নুরুল্লাহ, মাওলানা কিফায়াতুল্লাহ আজহারী প্রমুখ।

মাহফিলে গতশিক্ষাবর্ষে শেষ করা কয়েক হাজার তরুণ আলেমকে পাগড়ী প্রদান করা হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img