ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের শিয়া সশস্ত্র সংগঠন হুথিরা।
বুধবার (২২ নভেম্বর) হুথি সামরিক বাহিনী এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করে।
বিবৃতিতে বলা হয়, ইসরাইলের উম্ম আল রাশরাশ লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। তবে হামলায় নিহত অথবা হতাহতের বিষয়টি উল্লেখ করা হয়নি বিবৃতিতে।
বিবৃতিতে আরও বলা হয়, “যতক্ষণ না পশ্চিম তীর ও গাজ্জা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের উপর ইসরাইলি বর্বরতা বন্ধ না হচ্ছে, ততক্ষণ তেল আবিবের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাবে ইয়েমেনি সশস্ত্র বাহিনী।”
প্রসঙ্গত, অবৈধ রাষ্ট্র ইসরাইল লক্ষ্য করে ইতিমধ্যে কয়েক দফা অভিযান পরিচালনা করেছে হুথিরা। এছাড়াও সম্প্রতি ইসরাইলি মালিকানাধীন একটি জাহাজ ও তার ৫২ জন কর্মীকে আটক করেছে সশস্ত্র সংগঠনটি। সেই সঙ্গে লোহিত সাগর থেকে ইসরাইলের যেকোনও জাহাজ আটক করা হবে বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন হুথি কর্মকর্তারা।
সূত্র: প্রেস টিভি