শুক্রবার, জুন ১৩, ২০২৫

দাম বৃদ্ধি করে বিদ্যুতখাতের দুর্নীতিকে জনগণের উপর চাপানো হয়েছে: মাওলানা ইমতিয়াজ

spot_imgspot_img

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, বিদ্যুৎ খাতের ভয়াবহ দুর্নীতি জনগণের ওপর চাপিয়ে দিতেই বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত কোনভাবেই মেনে নেয়া যায় না। করোনা মহামারির পর জনগণ সোজা হয়ে দাড়াতে পারছে না। এর মধ্যে নিত্যপণ্যের বাজারের আগুনে জনগণ পুড়ে মরার মত অবস্থা। এর মধ্যে বিদ্যুতের দাম ২০% বাড়ানোর সিদ্ধান্তর কারণে আরেক দফা সব পণ্যের দাম বাড়বে। ফলে জনগণকে এ মাশুল দিতে হবে।

তিনি বলেন, বিদ্যুত খাতকে দুর্নীতিমুক্ত করলে বিদ্যুতের মূল্য বার বার বৃদ্ধির প্রয়োজন হতো না। সরকার দুর্নীতিবাজদের স্বার্থ রক্ষায় বিদ্যুতের মূল্যবৃদ্ধি অযৌক্তিকভাবে আবারও বৃদ্ধি করেছেন।

মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে পুরানা পল্টনস্থ কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা ইমতিয়াজ বলেন, আইএমএফ ও দেশি-বিদেশি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় বিদ্যুতের মূল্যবৃদ্ধি করা হয়েছে। সরকারের ভুল নীতি ও দুর্নীতির মাধ্যমে সরকার জ্বালানি মন্ত্রণালয়কে তলাবিহীন ঝুঁড়ি বানিয়েছে। বিদ্যুৎখাতে দুর্নীতি চরমভাবে বৃদ্ধি পেয়েছে। অথচ চলমান দুর্নীতিবিরোধী অভিযানে বিদ্যুৎখাতে দুর্নীতির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়নি।

এ সময় উপস্থিত ছিলেন, নগর দক্ষিণ সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, মুহাম্মদ আব্দুল আঊয়াল মজুমদার, ডা. শহিদুল ইসলাম, কেএম শরীয়াতুল্লাহ, নজরুল ইসলাম খোকন, মাওলানা কামাল হোসাইন, ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, এইচএম রফিকুল ইসলাম প্রমূখ।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img