ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের রান্না ঘরের পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় জানা যায়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শাহবাগ থানাকে জানানো হয়েছে। সেখান থেকে পুলিশ আসছে। ধারণা করা হচ্ছে নতুন ভবন থেকে তিনি পড়ে মারা গেছেন। তবে তদন্তের পর সঠিক ঘটনা জানা যাবে।