বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪

করোনা ভাইরাস নিয়ে বই লিখেছেন মুফতীয়ে আজম আব্দুস সালাম চাঁটগামী

ইনসাফ | জুনাইদ আহমাদ


বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে শরয়ী নানা সমস্যার সমাধান নিয়ে ” মাওজুদাহ করোনা ভাইরাস আওর উসকে শরয়ী আহকাম” নামে বই লিখেছেন হাটহাজারী মাদরাসা পরিচালনা কমিটির প্রধান মুফতীয়ে আজম আল্লামা মুফতী আব্দুস সালাম চাঁটগামী।

মাকাতাবাতুল ইত্তেহাদ ঢাকা বাংলাবাজার এই বইটির প্রকাশক। প্রকাশের পরপরই পাঠক মহলে প্রশংসা কুড়িয়েছে এ বইটি।

মোট ১৯২ পৃষ্ঠার এই বইয়ে মসজিদে মুসাল্লিদের সীমাবদ্ধতার ব্যাপারে শরীয়তের বিধান, কাতার ফাঁক করে দাঁড়ানো, মাস্ক পড়ে নামায আদায় করা, সুস্থদের মসজিদে না যাওয়া, ছোঁয়াচে রোগ সম্পর্কে ইসলামী আক্বীদা, করোনায় আক্রান্ত রোগীদের পাশে দাঁড়ানো, উলুল-আমর কে, কখন উলুল-আমরের ইতাআত বা আনুগত্য করা আবশ্যক এবং করোনাভাইরাস সম্পর্কে দারুল উলুম দেওবন্দের ফতোয়া ও দারুল উলুম হাটহাজারীর ফতোয়ার মাঝে পার্থক্য ইত্যাদি বিষয় বিস্তারিতভাবে তুলে ধরেছেন বিজ্ঞ লিখক।

দ্রুত সময়ের মধ্যে উর্দূ ভাষায় রচিত এ বইয়ের বাংলা অনুবাদ বের হচ্ছে বলে ইনসাফকে জানিয়েছেন মুফতীয়ে আজম মুফতী আব্দুস সালাম চাঁটগামীর ছেলে মাওলানা ইসমাঈল।

১৫০ টাকা মূল্যে দারুল উলুম হাটহাজারী মাদরাসার শফিক মঞ্জিল ২ য় তলার ৩৩৬ কক্ষে এবং মাকতাবাতুল ইত্তেহাদের বাংলাবাজার শাখা ও হাটহাজারী শাখায় বইটি পাওয়া যাচ্ছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img