নাইজেরিয়ায় একটি মসজিদে নামাজের সময় মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় ৫ মুসল্লিকে হত্যা এবং আরও ৪০ জনকে অপহরণ করে নিয়ে যায় ওই সন্ত্রাসীরা।
রবিবার (২২ নভেম্বর) দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা প্রদেশের মারু জেলার দুস্তেন গারি গ্রামের এক মসজিদে মুসল্লিরা শুক্রবারের নামাজ আদায়ে জমায়েত হলে প্রায় ১০০ জন ‘গরু চোর’ মোটরসাইকেলে করে মুসল্লিদের ওপর গুলি ছুঁড়ে।