কাশ্মীরে আসন্ন জেলা উন্নয়ন পরিষদের ভোটের আগে দখলদার ভারতের সেনা বাহিনীর হাতে নিহত হয়েছেন জাইশ-ই-মুহাম্মাদ এর চার স্বাধীনতাকামী যোদ্ধা। নাগরোতা এলাকার কাছে দখলদার ভারতীয় সেনাদের হামলায় তারা নিহত হন।
এদিকে এ ঘটনায় কাশ্মীরের মূলধারার কয়েকটি দলের নেতারা এবং ন্যাশনাল কনফারেন্স ও পিডিপি কোনো প্রতিক্রিয়া জানায়নি।
এমনকি ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ এবং পিডিপি নেতা মেহবুবা মুফতি এখন পর্যন্ত স্বাধীনতাকামী যোদ্ধাদের হত্যার বিরুদ্ধে কোনো টুইট করেননি।
অন্যদিকে স্বাধীনতাকামী যোদ্ধাদের হত্যা করায় সেনাদের প্রশংসা করেছেন ভারতের উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
জানা গেছে, গত ১৯ নভেম্বর কাশ্মীরের নাগরোতার বান টোল প্লাজার পাশে হামলা চালিয়ে জাইশ-ই-মুহাম্মাদের চার স্বাধীনতাকামী যোদ্ধাকে হত্যা করে দখলদার ভারতের সেনাবাহিনী।