বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করায় ভারতে গ্রেফতার বেশ কয়েকজন মুসলিম

হামাস-ইসরাইল যুদ্ধ শুরু হওয়ার পর মুম্বাইয়ের উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার দ্বারা একটি সতর্কতা জারি করা হয়। সেখানে বলা হয়, “যুদ্ধের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম নজরদারি আরো জোরদার করা হয়েছে। তাই আইনের লঙ্ঘন ও শান্তি শৃঙ্খলা নষ্ট করার চেস্টা করলে তা দৃঢ়ভাবে মোকাবেলা করবে পুলিশ।”

তবে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর জন্য পুলিশের পক্ষ থেকে দেওয়া এসব হুমকি যেন রুখে দিতে পারেনি ভারতীয়দের।

জম্মু ও কাশ্মীর, কলকাতা, ব্যাঙ্গালোরসহ ভারতের বিভিন্ন রাজ্য ও প্রধান শহরগুলোতে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

গত সপ্তাহে বিক্ষোভ কর্মসূচি পালন ও ইসরাইলী পতাকায় অগ্নিসংযোগের কারণে দক্ষিণ মুম্বাই থেকে চারজন মুসলিমকে গ্রেফতার করে দেশটির পুলিশ।

এছাড়াও গত সপ্তাহে দেশটির উত্তরপ্রদেশের হামিরপুর থেকে সাহিল আনসারি নামে এক ধর্মীয় নেতাকে গ্রেফতার করা হয়‌। পুলিশের দাবি, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছিলেন।

অথচ তার সামাজিক যোগাযোগ মাধ্যমের একাউন্ট চেক করে দেখা যায় তিনি আসলে ফিলিস্তিনিদের সমর্থনে একটি পোস্ট করেছিলেন। গ্রেফতারের পর স্থানীয় আদালতে হাজির করে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এ ধর্মীয় নেতাকে।

এছাড়াও গ্রেফতার করা হয়েছে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের চার ছাত্রকে। ফিলিস্তিনিদের পক্ষে মিছিলের আয়োজন করাই ছিল তাদের একমাত্র অপরাধ।

কারণ এই রাজ্যের উগ্র হিন্দুত্ববাদী নেতা ও মন্ত্রী যোগী আদিত্যনাথ ইতোমধ্যে এক সতর্কবার্তা জারি করেছিলেন। যেখানে বলা হয়েছিল, চলমান এ সংঘাতে ফিলিস্তিনের পক্ষে কোন কার্যক্রম বা বিবৃতি প্রদান করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসব বিক্ষোভ শুধু মাত্র উত্তর প্রদেশের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। দিল্লিতে অবস্থিত জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ও দিল্লি বিশ্ববিদ্যালয়েও ফিলিস্তিনিদের পক্ষে মিছিলের আয়োজন করা হয়। এসব মিছিলে কয়েক ডজন ছাত্র, শিক্ষক ও বুদ্ধিজীবীরা মিলে “ফিলিস্তিনের জন্য শান্তি” ও “গাজ্জা আপনার পাশে আমরা আছি” বলে আওয়াজ তোলেন। তবে এখান থেকে অন্তত ৬০ জন বিক্ষোভকারীকে আটক করে অন্য জায়গায় নিয়ে যায় পুলিশ।

ভারতের বিরোধী দলগুলোও ফিলিস্তিনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। ২০ সদস্যের একটি প্রতিনিধিদল ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাথে দেখা করেছেন।

ফিলিস্তিনি রাষ্ট্রদূত আদনান আবুল হেজা বলেন, “আমরা আশা করি গাজ্জা থেকে অবরোধ সমাপ্তির ক্ষেত্রে একটি ভালো ভূমিকা পালন করবে ভারত। এছাড়াও গাজ্জায় আমাদের জনগণের কাছে মানবিক সাহায্য পৌঁছে দিতে ইসরাইলের উপর চাপ প্রয়োগ করবে দিল্লি।”

সূত্র: মুসলিম মিরর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img