ফিলিস্তিনের গাজ্জা উপত্যকায় নিজেদের ‘শেষ যুদ্ধ’ পরিচালনা করছে ইসরাইল, যার লক্ষ্য স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নিশ্চিহ্ন করা।
মধ্যপ্রাচ্যের সন্ত্রাসবাদী ইহুদিশাসিত এই ভূখণ্ডের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত মনে করেন, যদি এই লক্ষ্য পূরণ হয়— সেক্ষেত্রে ভবিষ্যতে গাজ্জায় আর যুদ্ধ চালানোর প্রয়োজন হবে না ইসরাইলের।
রোববার (২৩ অক্টোবর) ইসরাইলের একটি বিমান ঘাঁটি পরিদর্শনে গিয়েছিলেন গ্যালান্ত।
সেখানে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, গাজ্জায় সম্ভবত এটাই আমাদের শেষ যুদ্ধ; কারণ হামাস যদি নিশ্চিহ্ন হয়— সেক্ষেত্রে সেখানে যুদ্ধ চালিয়ে যাওয়ার আর কোনো কারণ আমাদের থাকবে না।
তিনি বলেন, এই যুদ্ধ একমাস, দু’মাস কিংবা তিন মাস স্থায়ী হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত হামাসকে আমাদের চুড়ান্তভাবে ধ্বংস করতেই হবে।
সূত্র : এএফপি