রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কোনো অবস্থাতেই গাজ্জায় যুদ্ধবিরতি নয় : ইসরাইল

ফিলিস্তিনের গাজ্জা উপত্যকার নিয়ন্ত্রণকারী স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে জিম্মি ২ শতাধিক ইসরাইলী ও অন্যান্য দেশের নাগরিকদের মুক্ত করা ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর অন্যতম লক্ষ্য; তবে সেজন্য গাজ্জায় যুদ্ধ বিরতির ঘোষণা দেওয়ার কোনো পরিকল্পনা ইসরাইলের নেই।

রোববার (২৩ অক্টোবর) মধ্যপ্রাচ্যের ইহুদিশাসিত এই ভূখণ্ডের এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা সিএনএনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ইসরাইল এবং আমেরিকা উভয়ই হামাসের হাতে থাকা জিম্মিদের যত দ্রুত সম্ভব মুক্ত করতে চায়; কিন্তু সেজন্য গাজ্জায় যুদ্ধবিরতির কোনো পরিকল্পনা আমাদের নেই। কারণ, আমাদের মিশন হলো হামাসকে ধ্বংস করা এবং এমন কোনো পদক্ষেপ আমরা নিতে চাইছি না— যা এই মিশনকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

ওই কর্মকর্তা আরও বলেন, আমেরিকার আহ্বানে আমরা গাজ্জায় ত্রাণ সামগ্রী পৌঁছানোর সুযোগ করে দিয়েছি। রাফাহ ক্রসিং খুলে গেছে। ইসরায়েলের অনেকেই তা পছন্দ করেনি, কিন্তু তারপরও আমরা এটি করেছি গাজার সাধারণ ফিলিস্তিনিদের জন্য; কিন্তু হামাসকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img