লিবিয়ার সংঘাত নিরসনে স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি সই করেছে জাতিসংঘ স্বীকৃত সরকার এবং পূর্বাঞ্চলীয় বিদ্রোহী গোষ্ঠী যুদ্ধবাজ হাফতার বাহিনী।
শুক্রবার (২৩ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের লিবিয়া বিষয়ক বিশেষদূত স্টেফানি তুরকোস উইলিয়ামস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, লিবিয়ার পক্ষগুলো স্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে একমত হয়েছে। সারা দেশে এ চুক্তির শর্তাবলী বাস্তবায়ন করা হবে।
উইলিয়ামস বলেন, আজকের দিনটি লিবিয়ার নাগরিকদের জন্য অত্যন্ত আনন্দের। চুক্তি স্বাক্ষরের পর জাতিসংঘের লিবিয়া মিশন এক বিবৃতিতে জানায়, লিবিয়ার নাগরিকদের জন্য সুসংবাদ।
মিশন আরো জানায়, জেনেভায় বিদ্রোহী হাফতার এবং জাতিসংঘ স্বীকৃত সরকারের প্রতিনিধিদের বৈঠক হয়। বৈঠকে পুরো লিবিয়ায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের ঐতিহাসিক সিদ্ধান্তে পৌঁছায় সংঘাতে লিপ্ত পক্ষগুলো। গুরুত্বপূর্ণ এ চুক্তির মাধ্যমে লিবিয়ায় শান্তি এবং স্থিতিশীলতার প্রতিষ্ঠার প্রক্রিয়া সামনে এগিয়ে যাবে বলেও প্রত্যাশা জাতিসংঘের।
চুক্তি অনুযায়ী আগামী তিন মাসের মধ্যে বিদেশি সেনাদের লিবিয়া ত্যাগ করতে হবে।
ত্রিপোলি থেকে আল জাজিরার প্রতিনিধি মাহমুদ আবদেলওয়াহেদ জানান, যুদ্ধবিরতির সফলতা নির্ভর করবে অনেক কিছুর উপর। নতুন চুক্তি কতোটা বাস্তবায়ন হয় তা দেখার জন্য অপেক্ষা করতে হবে। কারণ অতীতে চুক্তি হয়েছে। সে চুক্তি লঙ্ঘনও করেছে যুদ্ধবাজ খলিফা হাফতার।
উল্লেখ্য, ২০১১ সালে তেলসমৃদ্ধ দেশ লিবিয়ার দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করে ন্যাটো বাহিনী। তখন থেকেই দেশটি টালমাটাল হয়ে পড়েছে। কোথাও কোনো নিয়ন্ত্রণ নেই। এক এক এলাকা শাসন করছে এক এক সরকার। মুলত তখন থেকেই লিবিয়া দুটি অংশে বিভক্ত হয়ে পড়েছে। একটি অংশের নাম হয়েছে পূর্বাঞ্চলীয় প্রশাসন। আরেকটি অংশ হয়েছে পশ্চিমাঞ্চলীয় প্রশাসন। পূর্বাঞ্চলীয় সরকারকে সমর্থন করছে সশস্ত্র গ্রুপগুলো। এর নেতৃত্বে রয়েছে কমান্ডার যুদ্ধবাজ খলিফা হাফতার।
অন্যদিকে পশ্চিমাঞ্চলে ক্ষমতায় রয়েছেন জাতিসংঘ সমর্থিত সরকার। এই সরকারকে গভর্নমেন্ট অব ন্যাশনাল একর্ডের (জিএনএ) বলে স্বীকৃতি দেওয়া হয়েছে। গত প্রায় পাঁচ বছর ধরে দেশটিতে আন্তর্জাতিক সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে আসছে যুদ্ধবাজ খলিফা হাফতার। এই যুদ্ধবাজ বিদ্রোহীকে মদদ দিয়ে যাচ্ছে মিশর, রাশিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাতসহ ইউরোপের বেশ কিছু দেশ।
তাদের সামরিক সহযোগিতায় লিবিয়ার পূর্বাঞ্চল দখল করে নেয় হাফতার। সম্প্রতি তুরস্ক জিএনএ সরকারের সমর্থনে লিবিয়ায় সেনা পাঠালে পুনরায় বেশ কিছু শহর নিয়ন্ত্রণ নিতে সক্ষম হন আন্তর্জাতিক স্বীকৃত ত্রিপোলি সরকার।
হাফতার গত বছরের এপ্রিল থেকে লিবিয়ার রাজধানী ত্রিপোলি দখল করার চেষ্টা করছে। তবে যুদ্ধবাজ হাফতারের মিলিশিয়া বাহিনী সম্প্রতি অনেকটা প্রতিহত হয়েছে, কারণ লিবিয়ান সরকারের সেনাবাহিনী রাজধানী তারহুনা, বনি ওয়ালিদ, ওয়াটিয়া এয়ার বেস এবং পশ্চিম পর্বত জেলার শহরগুলি ইতিমধ্যে তাদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে।
এর আগে মিশরের স্বৈরশাসক আব্দেল ফাত্তাহ আল-সিসি রাজধানী কায়রোতে বৈঠক করে লিবিয়ার বেনগাজির উপজাতির নেতাদের জাতিসংঘ সমর্থিত সরকারের বিরুদ্ধে উসকে দেয়। এছাড়া তাদের অস্ত্র দিয়ে সিসি যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করে।
এদিকে দেশটির আন্তর্জাতিক স্বীকৃত জিএনএ সরকারকে সমর্থন দিচ্ছে তুরস্ক ও কাতার। এ বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান এক বক্তব্যে বলেছিলেন, ৫০০ বছরেরও বেশি সময় ধরে লিবিয়ার সাথে আমাদের ভ্রাতৃত্বের সম্পর্ক। আমরা আমাদের লিবিয়ান ভাইদের একা ছেড়ে যাব না। লিবিয়ার ব্যাপারে তুরস্ক যে দায়িত্ব আজ অবধি পালন করে আসছে, ভবিষ্যতেও তা নিষ্ঠার সাথে পালন করে যাবে।