কংগ্রেস ও ওয়াকফ বোর্ডের সমালোচনা করতে গিয়ে ইসলামী ওয়াকফ আইনকে কটাক্ষ করে বসলেন ভারতের উগ্র হিন্দুত্ববাদী বিজেপির নেতৃত্বাধীন সরকারের কেন্দ্রীয় ক্যাবিনেট ও বস্ত্র মন্ত্রী গিরিরাজ সিংহ।
রবিবার (২২ সেপ্টেম্বর) চরম বিতর্কিত সংশোধিত ওয়াকফ বিলের পক্ষে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংবাদমাধ্যমের তথ্যমতে, ওয়াকফ বিল সংশোধনের পক্ষে তিনি যুক্তি দেন যে, বর্তমান ওয়াকফ বিল দরিদ্র নারী ও পাসমান্দাহ মুসলিমদের যথাযথ অধিকার নিশ্চিত করতে ব্যর্থ। তাই বিল সংশোধন করে ওয়াকফ বোর্ডে নারী সদস্য ও পাসমান্দাহ মুসলিমদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে।
এছাড়া ওয়াকফ বোর্ড ও কংগ্রেসের সমালোচনা করে বলেন,বর্তমান বিলের আওতায় ওয়াকফ বোর্ড ভূমি দখলের সাথেও জড়িত। কংগ্রেস তাদের অনেক বেশি ক্ষমতা দিয়ে রেখেছে। না খাতা, না বাহি, যো ওয়াকফ কাহে ওয়াহি সাহি! অর্থাৎ, না দরকার লেখার, না দরকার নথি-রেকর্ড, ওয়াকফ বলেছে তো সেটাই যথেষ্ট!
উল্লেখ্য, ইসলামী আইনশাস্ত্র অনুসারে শুধুমাত্র নিয়ত করা কিংবা মুখে উচ্চারণ করাই ওয়াকফের জন্য যথেষ্ট। লিখিত আকারে ওয়াকফ করা আবশ্যকীয় নয়। তাই বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহের “না খাতা, না বাহি, যো ওয়াকফ কাহে ওয়াহি সাহি! ” এই ছন্দ বাক্য ইসলামী আইনকে কটাক্ষ করার শামিল।
সূত্র: এএনআই নিউজ, মুসলিম মিরর