এখলাছুর রহমান | ভারপ্রাপ্ত সভাপতি : ছাত্র জমিয়ত বাংলাদেশের
ইনসাফ আত্মপ্রত্যয়ী কয়েকজন তরুণের নিরন্তর প্রচেষ্টার ফসল৷ হাজারো মানুষের পত্রিকা। ইনসাফের অর্ধযুগ পূর্তি উপলক্ষে সংশ্লিষ্ট সকলের প্রতি শুভেচ্ছা রইলো৷
একটি আদর্শ গণমাধ্যমের শক্তি হচ্ছে সততা আর পাঠক/দর্শকের ভালোবাসা৷ আমি মনে করি ইনসাফ এ আদর্শ গণমাধ্যমের শক্তি অর্জনে এগিয়ে যাচ্ছে৷
মিডিয়ার সংবাদ মানুষের স্মরণ রাখার ক্ষমতা অনেক বেশি। গবেষণা বলে, একজন মানুষ মিডিয়ার মাধ্যমে কোন কিছু যখন পাঠ করে, তার কয়েক শতাংশ মনে থাকে। যখন কিছু শোনে, তার দশ শতাংশ মনে থাকে। যখন কিছু দেখে, তার ত্রিশ শতাংশ মনে থাকে৷ যখন কিছু দেখে ও শোনে, তখন পঞ্চাশ শতাংশ মনে থাকে। তাই বর্তমান সময়ে এটি অনস্বীকার্য যে, মিডিয়া এক গুরুত্বপূর্ণ অস্ত্র। মিডিয়া দিনকে রাত আর রাতকে দিন বানাতে পারে৷ সাদাকে কালো আবার কালোকে সাদা করতে পারে। তবে ওটা ইয়েলো জার্নালিজম৷ সমাজ ও রাষ্ট্রে সাংবাদিকতার নামে যারা এমন ভণ্ডামি করে তারা মিডিয়ার কলঙ্ক। দেশ ও জাতির প্রতি কোনো দায়বদ্ধতা তাদের নেই৷
এর বিপরীতে প্রয়োজন দেশ-জাতির স্বপক্ষের গণমাধ্যম৷ দরকার শক্তিশালী মিডিয়ার৷ কথায় আছে, “ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ, সাগর অতল।” একদিন এই ক্ষুদ্র ক্ষুদ্র শক্তি নিয়েই গড়ে উঠবে মূলধারার গণমাধ্যম৷ সেই স্বপ্ন নিয়ে এগিয়ে যাবে ইনসাফ- এমনই প্রত্যাশা করি।