শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

চেতনার প্রদীপ হয়ে আলো ছড়াক ইনসাফ

নেছার আহমাদ | এমডি : রেডিওটাচ টুয়েন্টি ফোর ডটকম ও স্বত্বাধিকারী : ক্রাফট স্টুডিও, অনলাইন ক্লাসরুম


ছয় বছর পূর্তিতে দেশের জনপ্রিয় অনলাইন পত্রিকা ইনসাফকে অভিনন্দন জানাই। ইনসাফ পথ তৈরি করছে। আদর্শ তৈরী করছে। আলেম সাংবাদিকতার নমুনা তুলে ধরছে।

ইসলামী মিডিয়ার অঙ্গনে যারা কাজ করছি, তারা প্রত্যেকেই একে অপরের সহযোগী, কল্যানকামী। আমি এবং রেডিওটাচ টুয়েন্টি ফোর এর বাইরে নয়। রেডিওটাচের সকল শ্রোতা, কর্মী এবং শুভানুধ্যায়ীর পক্ষে ইনসাফকে ভালোবাসা জানাচ্ছি।

অর্থনৈতিক মন্দার এই সময়ে একটি নিউজ পত্রিকা চালানো কম কথা নয়। স্বল্প পরিসর হলেও শ্রম দিতে হয় যাদের, তারা জানে কতটুকু শ্রম দিতে হয়। ইনসাফকে চলমান রাখার জন্য তার সম্পাদক মাহফুজ খন্দকারও প্রশংসার দাবি রাখে। তার কাছে আমার প্রত্যাশা থাকবে- ইনসাফ আরও নতুন কিছু নিয়ে আসুক।

সর্বশেষ ইনসাফের উত্তরোত্তর কল্যান এবং উন্নতি কামনা করছি। সকল বাঁধা ছিন্ন করে এগিয়ে যাক। আমাদের চেতনার প্রদীপ হয়ে আলো ছড়িয়ে যাক।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img