শনিবার, অক্টোবর ৫, ২০২৪

আগামীর পথচলা আরও দীপ্তিময় ও বর্ণাঢ্য হোক

আলী হাসান তৈয়ব | আলেম সাংবাদিক


ইসলামী তথা কওমী ঘরানার প্রথম দিককার এবং প্রথম স্থানীয় পূর্ণাঙ্গ অনলাইন পত্রিকা ইনসাফের অর্থযুগ পূর্তি উপলক্ষে অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আমি পত্রিকার উত্তরোত্তর অগ্রগতি ও দীর্ঘ অধিষ্ঠান কামনা করি। পত্রিকাটির আগামীর পথচলা আরও দীপ্তিময় ও বর্ণাঢ্য হোক।

এ এক্ষেত্রে আমার কিছু প্রস্তাবনা :
১– পত্রিকাটিকে সার্বিকভাবে আরো পেশাদারি ও প্রতিযোগিতামূলক মনোভাবসম্পন্ন হতে হবে।

২– সংবাদগুলো বিশেষত লিড নিউজগুলোর পরিধি ও আকার আরেকটু বড় করতে হবে।

৩– সংবাদ বিশ্লেষণের সংখ্যা বাড়াতে হবে।

৪– প্রতিবেদক ও চৌকস অনুবাদকের সংখ্যা বৃদ্ধি করতে হবে।

৫– পাঠক অভিমত ও নানান রকমের প্রতিযোগিতা ও ব্লগ আইটেমের মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়াতে হবে।

৬– বানান নিখুঁত করার জন্য দক্ষ ভাষাসম্পাদক ও প্রুফ রিডার পার্মানেন্টলি নিয়োগ দিতে হবে।

৭– সাক্ষাতকার ও বার্নিং ইস্যুগুলোতে শীর্ষ বিষয়ে বিশেষজ্ঞদের অভিমত-মতামত আরো বাড়াতে হবে।

৮– আলেম-উলামা ও ইসলামে ঘরে না বাইরে সাধারণ পাঠককে নানা সৃজনশীল উদ্যোগের মাধ্যমে সম্পৃক্ত করতে হবে।

৯– ডেস্ক বাড়িয়ে তার জন্য পর্যাপ্ত সাব-এডিটর নিয়োগ দিতে হবে।

১০– বিজ্ঞাপন ও আয় বৃদ্ধির নানা পথ খুঁজে বের করতে হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img