সরোয়ার আলম | প্রধান সংবাদ সমন্বয়ক, এশিয়া প্যাসিফিক অঞ্চল, আনাদোলু এজেন্সি, তুরস্ক
ইন্টারনেটের এই যুগে যখন ভুয়া সংবাদ আর মিথ্যা তথ্যের মাঝে সত্যটা খুঁজে পাওয়া কঠিন ঠিক সেই মুহূর্তে স্রোতে গা ভাসিয়ে না দিয়ে বরং বাংলাদেশের অনলাইন সংবাদ জগতের একটা গুরুত্বপূর্ণ অভাব পূরণ করতে যাত্রা শুরু করেছিল ইনসাফ।
স্রোতের বিপরীতে পথচলা চাট্টিখানি কথা নয়। যখন চাঞ্চল্যকর খবর লুফে নিয়ে অনলাইনে পাঠক বৃদ্ধির হিড়িক পড়েছিল সেই সময়ে শালীন, বস্তুনিষ্ঠ, আমাদের সমাজ ও সংস্কৃতির একেবারে ভিতর থেকে তথ্য -উপাত্ত্ব দিয়ে সংবাদ প্রতিবেদন ও প্রচার বড় চ্যালেঞ্জিং একটি কাজ। এই কাজটিতেই এখনো পর্যন্ত সফল ইনসাফ।
অনলাইন পত্রিকাটি আরো অনেকদূর এগিয়ে যাক। স্রোতের বিপরীতে চলার যে প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করেছে, সে যাত্রা আরো অনেকের জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকুক অনেক বছর। ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীতে অনেক শুভকামনা রইল।