শুক্রবার, মে ৩, ২০২৪

ইসরাইলের গভীরে হামলার দাবি হিজবুল্লাহর

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইরের উত্তরাঞ্চলে সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে লেবাননের শিয়া সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননের গ্রাম লক্ষ্য করে ইসরাইলী হামলার জবাবে উত্তর ইসরাইলের সেনা সদর দপ্তরে এই হামলা চালানোর দাবি করেছে তারা।

সোমবার (২২ এপ্রিল) উত্তর ইসরাইলের একটি সেনা সদর দপ্তরে কয়েক ডজন কাতিউশা রকেট নিক্ষেপ করা হয়েছে জানিয়েছে হিজবুল্লাহ।

দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রাম লক্ষ্য করে ইসরাইলের হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে।

এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, তারা আইন জেইটিম ঘাঁটিতে ৯১ তম ডিভিশনের ৩য় পদাতিক ব্রিগেডের সদর দপ্তরে কয়েক ডজন কাতিউশা রকেট দিয়ে বোমাবর্ষণ করেছে।

অতি সম্প্রতি শ্রীফা, ওদাইসেহ এবং রাব তলাতিনে হামলাসহ লেবাননের দক্ষিণাঞ্চলীয় গ্রাম এবং বেসামরিক বাড়িঘরে ইসরাইলী হামলার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে।

সূত্র : আল জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img