শনিবার, মে ৪, ২০২৪

চুয়াডাঙ্গায় অসহনীয় তাপমাত্রা; বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়

চুয়াডাঙ্গা জেলার দ্বীনি ও সেবামূলক সংগঠন সম্মিলিত উলামা কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় সালাতুল ইস্তিসকা তথা বৃষ্টির জন্য প্রার্থনামূলক নামাজ অনুষ্ঠিত হয়েছে। এতে দলমত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার শত শত ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

আজ (২৩ এপ্রিল) মঙ্গলবার জেলার টাউন ফুটবল মাঠে এই নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন সংগঠনটির উপদেষ্টা মাওলানা নুরুদ্দীন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংগঠনের মিডিয়া বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম।

সালাতুল ইস্তিসকা পূর্ব জমায়েতে বক্তারা বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অনাবৃষ্টিতে লোকদেরকে নিয়ে মাঠে বেরিয়ে যেতেন এবং সালাতুল ইস্তিসকা তথা বৃষ্টি প্রার্থনার সালাত আদায় করতেন।

বক্তারা আরও বলেন, চুয়াডাঙ্গায় টানা ১২ দিন ধরে একটানা তাপপ্রবাহ বিরাজ করছে। এ বছর তেমন বৃষ্টিপাতও হয়নি। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় আমরা খুব কষ্টে আছি। এই অবস্থায় বৃষ্টি হওয়াটা খুব দরকার। বৃষ্টি হলে গরম কিছুটা কমবে। তাই আমরা সবাই একত্র হয়ে এ নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর নিকট বৃষ্টি বা পানি চেয়েছি।

আয়োজিত সালাতুল ইস্তিসকায় সভাপতিত্ব করেন সম্মিলিত উলামা কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব মাওলানা বশির আহমাদ ও সঞ্চালনা করেন সেক্রেটারী আলহাজ্ব মাওলানা শফিকুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা সারওয়ার হুসাইন, মাওলানা তুশার ইমরান, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা ফয়জুল্লাহ আল মুনির, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা জহির, মাওলানা আব্দুল হাদী, মাওলানা রইসুল ইসলাম, মাওলানা ওয়াহেদুজ্জামান, মাওলানা জামালুদ্দিন প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img