শনিবার, মে ৪, ২০২৪

যুবকদের নৈতিক অবক্ষয় থেকে বাঁচাতে প্রাণান্তকর প্রয়াস চালাতে হবে: ইসলামী যুবসমাজ

বাংলাদেশ ইসলামী যুবসমাজের প্রতিষ্ঠালগ্ন আহবায়ক, কক্সবাজার জেলা নেজামে ইসলাম পার্টির নায়েবে আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী বলেছেন, ধর্মহীন শিক্ষা ব্যবস্থা, আকাশ সংস্কৃতির বিরূপ প্রভাব, তথ্য-প্রযুক্তির অপব্যবহার, অসৎসঙ্গ, ভিনদেশী-বিজাতীয় অপসংস্কৃতির চর্চা ইত্যাদি কারণে যুবকদের বিশাল অংশ আজ অপসংস্কৃতির বিষাক্ত ছোবলে জর্জরিত। এ করুণ অবস্থায় যুবকদের নৈতিক অবক্ষয়ের করাল গ্রাস থেকে মুক্ত করতে নবভী আদর্শের শাশ্বত সৌন্দর্যে যুবসমাজের চরিত্র গঠনের বিকল্প নেই। ইসলামী যুবসমাজ নেতা-কর্মীদের সেই লক্ষ্যে প্রাণান্তকর প্রয়াস চালিয়ে যেতে হবে।

সোমবার (২২ এপ্রিল) বিকেলে বাংলাদেশ ইসলামী যুবসমাজ কক্সবাজার জেলা সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমন্বয় কমিটির আহবায়ক হাফেজ মুহাম্মাদ আবুল মঞ্জুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্বাগত বক্তব্য রাখেন, সদস্য সচিব মাওলানা হাফেজ শওকত আলী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমন্বয় কমিটির যুগ্ম আহবায়ক মুহাম্মদ আব্দুল হামিদ, সদস্য মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, মাওলানা এনামুল হাসান, জেলা ইসলামী ছাত্রসমাজের সাংগঠনিক সম্পাদক হাফেজ নুরুল আলম প্রমুখ।

সভায় ইসলামী ছাত্রসমাজের নানা পর্যায়ে দায়িত্বশীল পালনকারী সাবেক নেতা-কর্মীদের সুসংগঠিত করে ইসলামী যুবসমাজের সাংগঠনিক কাঠামো রূপায়নের লক্ষ্যে গঠনমূলক সিদ্ধান্ত গৃহীত হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img