বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করতে আসছেন নাকি পশ্চিম বাংলার নির্বাচনী প্রচারণা চালাতে আসছেন? ভারত-বাংলাদেশের পত্রিকা থেকে সে ধরণের ইঙ্গিতই আমরা পাচ্ছি। মোদি এ দেশে এসে সেসব মন্দিরগুলোই ভ্রমণে যাচ্ছেন যেখানে গেলে পশ্চিম বঙ্গের ভোটও মিলবে।
মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে অসুস্থ বিএনপি যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলকে দেখতে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, মূলত তার এই সফরের লক্ষ্য হচ্ছে, সেই সমস্ত মন্দিরগুলো পরিদর্শন করবেন যেগুলোতে তাদের অনুসারী রয়েছেন। তাদের পশ্চিমবাংলা যে ভোট রয়েছে, তার জন্য তিনি চেষ্টা করছেন। এটা পত্রিকায় লেখা হচ্ছে।
বাংলাদেশ সফরে মোদি যেসব জায়গায় যাবেন, তার একটি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি। পশ্চিমবঙ্গের ভোটের রাজনীতির সঙ্গে পরোক্ষভাবে জড়িয়ে আছে ওড়াকান্দির নাম।
এ অঞ্চল থেকে ছড়িয়ে পড়া ‘মতুয়া’ নামে একটি হিন্দু সম্প্রদায় পশ্চিমবঙ্গের কিছু জায়গায় ভোট ব্যাংক। মতুয়ারা তৃণমূলে ভোট দিয়ে থাকে বলে মনে করা হয়। ধারণা করা হচ্ছে, এই মতুয়া ভোটব্যাংককে কাছে টানতেই মোদির ওড়াকান্দি সফর।