শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

উইঘুর মুসলিমদের নির্যাতনের প্রতিবাদে চীনের ওপর নিষেধাজ্ঞা

উইঘুর মুসলিমদের নির্যাতন বন্ধ করতে আমেরিকা, কানাডার পর এবার ইউরোপের বেশ কয়েকটি দেশ চীনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। যা নিয়ে বিপাকে বেইজিং।

এ বিষয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, মুসলিমদের নির্যাতন ও অধিকারহরণের সাজা চীনকে পেতেই হবে। পরিস্থিতির উন্নতি না হলে চীনকে আরও কঠোর সাজার মুখোমুখি হতে হবে।

তিনি বলেন, ব্রিটেনও তার মিত্রদের সঙ্গে একযোগে নিষেধাজ্ঞা দিয়েছে। আমরা মানবাধিকার লঙ্ঘন মেনে নিতে পারি না। বেইজিংকে সংখ্যালঘু মুসলিমদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে।

জিনজিয়াং প্রদেশের সংখ্যালঘু উইঘুর মুসলিমদের ওপর চীনের আগ্রাসন বছরের পর বছর ধরে চলে আসছে। সম্প্রতি যা আরও বেড়েছে। হচ্ছে কৌশলগত নির্যাতন। জানা গেছে, বাবা-মায়ের কাছ থেকে সন্তানদের জোর করে কেড়ে নিয়ে এতিমখানায় পাঠানোর বিষয়টি।

তাছাড়া এলাকাছাড়া করার উদ্দেশ্যে প্রত্যন্ত অঞ্চলে পাঠানো হচ্ছে অনেককে। রয়েছে ধর্ম পালনে বাধা। যা নিয়ে মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে উদ্বেগ। ওই অঞ্চলে প্রতিনিধি দল পাঠাতে চায় জাতিসংঘ।

তিন দশকেরও বেশি সময় পর আবারও মুখোমুখি অবস্থানে ইইউ ও চীন। উইঘুর মুসলিমদের নিপীড়ন ইস্যুতে রীতিমতো পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা দিয়েছে দুই পক্ষ।

সোমবার চীনের শীর্ষ নিরাপত্তা পরিচালকসহ চার কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করে ইউরোপের কয়েকটি দেশ। ওই কর্মকর্তারা সরাসরি নির্যাতনের সঙ্গে জড়িত। নিষেধাজ্ঞার আওতায়, ভ্রমণ ও সম্পত্তি বাজেয়াপ্তের বিষয়টি পড়বে বলে জানানো হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img