বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

যশোর সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে বিজিবি সদস্য নিহত

যশোরের বেনাপোলের ধান্যখোলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ’র গুলিতে বাংলাদেশ সীমান্তরক্ষী বিজিবি’র এক সদস্য নিহত হয়েছেন। সোমবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত বিজিবি সদস্যের নাম সিপাহি রইস উদ্দীন। বিজিবির যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জামিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

২২ জানুয়ারি আনুমানিক ভোর সাড়ে পাঁচটার দিকে বিজিবি ধান্যখোলা বিওপির জেলেপাড়া পোস্ট সংলগ্ন এলাকায় ভারত থেকে আসা একদল গরু চোরাকারবারিদের সীমান্ত অতিক্রম করে আসতে দেখে। পরে দায়িত্বরত বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে ভারতের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় বিজিবি টহল দলের সদস্য সিপাহি রইস উদ্দীন চোরাকারবারিদের পেছনে ধাওয়া করে ঘন কুয়াশার কারণে দলবিচ্ছিন্ন হয়ে পড়েন। তাকে খুঁজে পাওয়া না গেলে পরে জানা যায় তিনি বিএসএফের গুলিতে আহত হয়ে ভারতের অভ্যন্তরে হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার পরপরই এ বিষয়ে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করা হয়। ভারতের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রইস উদ্দীন মারা গেছেন বলে জানানো হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img